শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

হ্যাটট্রিক করে ম্যানইউকে কোয়ার্টারে তুললেন ব্রুনো

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

চলতি ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস তার দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেছেন। ১০ জনের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলের জয় (দুই লেগ মিলিয়ে ৫-২) এনে ইউনাইটেড ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিওঁ।

রুবেন আমোরিমের অধীনে প্রথম বছরে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে এবং আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ ধরে রাখতে ইউনাইটেডের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ম্যাচের শুরুটা ছিল তাদের জন্য দুঃস্বপ্নের মতো।

দশম মিনিটে ডাচ ডিফেন্ডার ম্যাথাইস ডি লিট রিয়াল সোসিয়েদাদের মিখেল ওইয়ারজাবালকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। স্পট-কিক থেকে ওইয়ারজাবাল সহজেই গোল করে সফরকারীদের এগিয়ে দেন।

তবে ইউনাইটেড দ্রুতই ঘুরে দাঁড়ায়। মাত্র ছয় মিনিটের মধ্যে ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন। এই পেনাল্টি আসে রাসমুস হজল্যান্ডকে ফাউল করার পর ইগোর সুবেলদিয়ার থেকে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে একের পর এক নাটকীয় মুহূর্ত তৈরি হয়, যখন ইউনাইটেড তৃতীয় পেনাল্টির সুযোগ পায়। রিয়াল সোসিয়েদাদের ডিফেন্ডার আরিতজ এলুস্তোন্দো প্যাট্রিক ডোর্গুকে ফাউল করার কারণে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এলুস্তোন্দো কিছুক্ষণ রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান, তবে সেটা কোনো কাজে আসেনি।

৫০ মিনিটে ফার্নান্দেস ঠান্ডা মাথায় স্পট-কিক থেকে গোল করেন। এরপর ৬৩ মিনিটে রিয়াল সোসিয়েদাদের জন আরামবুরু ডোর্গুকে ফাউল করে লাল কার্ড দেখলে তারা ১০ জনের দলে পরিণত হয়।

এখানেই থেমে থাকেনি ইউনাইটেড। ৮৭ মিনিটে ফার্নান্দেস তার হ্যাটট্রিক পূর্ণ করেন এবং নিচু শটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। অতিরিক্ত সময়ে তার পর্তুগিজ সতীর্থ দিয়েগো দালত চতুর্থ গোলটি করে ইউনাইটেডের দুর্দান্ত জয় নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102