শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ছাড়াল ১৭ হাজার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৭,৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।

সংবাদ সংস্থাটির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বাসস্থান আইন লঙ্ঘনের জন্য ১০,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪,১২৮ জনকে এবং শ্রম-সম্পর্কিত বিষয়ের জন্য আরও ২,৮৬৪ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৪৮৩ জনের মধ্যে ৫৬ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার।

এ ছাড়া প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১০৪ জনকে ধরা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত থাকায় আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তাকারী যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। এমন অপরাধীর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

মন্ত্রণালয় অপরাধীদের ধরতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চেয়েছে। বলেছে, সন্দেহজনক যে কোনো আইন লঙ্ঘনের খবর মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং দেশটির অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে জানানো যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102