শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

যুবলীগ নেতার লাল চোখের বৃত্তের কাছে বিএনপি নেতা কোণঠাসা।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
যুবলীগ নেতার লাল চোখের বৃত্তের কাছে বিএনপি নেতা কোণঠাসা। 

ময়মনসিংহ উঃজেলার তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ সোরহাব আলী। এই সংগ্রামী প্রবীণ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ও জিয়ার  আদর্শের সৈনিক হিসেবে স্থানীয় এলাকায় ব্যপক পরিচিত। তিনি ক্লিন ইমেজের পরিক্ষিত রাজনৈতিক নেতা হিসাবে সকলের কাছে সুপরিচিত। প্রবীণ এই বিএনপি  নেতা ৫ নং বালিখাঁ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সভাপতি যুবলীগ নেতার লাল চোখের বৃত্তের কাছে বিএনপি নেতা ও নেতার পরিবার কোণঠাসা হয়ে  আতংকে ও ভয়ে অতিষ্ঠের এবং কষ্ঠের জীবন পার করছেন বছরের পর বছর।

সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুহাম্মদ সোরহাব আলীর বাড়ির উত্তর দিকের প্রায় ৪০০গজ দূরের অবস্থিত  ধলাই বিলের  ১২০ শতাংশ জমি
বাংলাদেশ সরকার কতৃক লিজে প্রাপ্ত হয়ে চাষাবাদ ও মাছ চাষ করে আসছে দীর্ঘ দিন যাবৎ। বালিখাঁ ইউনিয়ন মৌজা স্থিত বি. আর. এস ৭৩৭ দাগের ১২০ শতাংশ ভূমি বেদখল করার জন্য ফ্যাসিস্ট সরকার যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নানান পায়তারা চালিয়ে আসছে। অতীতে ক্ষমতার দাপট ও আধিপত্য বিস্তার দেখিয়ে জুলুম ও অত্যাচার করে আসছে দিনের পর দিন, মাসের পর মাস ও বছরের পর বছর।  যুবলীগ নেতার লাল চোখের বৃত্তের কাছে বিএনপি নেতা কোণঠাসা হয়ে বার বার থানা পুলিশের আশ্রয় নিতে গেলেও অতীতে তাদের জুলুম- অত্যাচার ছিলো ভয়ঙ্করতম ও নিষ্ঠুর প্রকৃতির।

যুবলীগ নেতা শহীদুল ইসলাম ও মোশাররফ হেসেন অতীতে আ’লীগ গোষ্ঠীর তথা ভাই-ভাতিজার ও সাবেক এমপি শরীফলীগের  শেল্টারে নানান  অপকর্ম করে বেড়াতো।

পতিত হাসিনা সরকার পালিয়ে গেলেও তার দুসররা এখনো আধিপত্য বিস্তার করে যাচ্ছে অদৃশ্য শক্তির হাতকে আঁতাত করে।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের দোসররা সবাই পালিয়ে গেলেও যুবলীগ নেতারা নিজ এলাকায়  দাপটের সঙ্গে অপকর্ম করে বেড়াচ্ছেন।

বিএনপি’র এই ক্লিন ইমেজের পরিক্ষিত প্রবীণ নেতা দেশবাসীর কাছে তথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102