শ্রী মিহির, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশে নারী-শিশু ধর্ষণ,নিপীরন ও নির্যাতন বন্ধ ও সারাদেশে ঘটে যাওয়া সকল ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের চিরিরবন্দরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) ও চিরিরবন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সএসোসিয়েশন(সিডিইএ) এর আয়োজনে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সামিউল ইসলাম বাদশা, কৃষি ক্যাডারের ৩৮ তম বিসিএসের সুপারীশপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, স্যাক এর প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান লাবু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বর্তমান সভাপতি নিতাই চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আল ইসলাম, সিডিইএর সভাপতি প্রকৌশলী রাশেদুল ইসলাম, সদস্য রাকেশ সরকার, শাহারিয়া ইসলাম, স্যাক এর সদস্য তৌহিদা বুলবুল মৌরী ও ঢাবি ছাত্র আকতারুজ্জামান, ছাত্রী আকতারিনা খাতুন, ইমামুর ইমন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুর এ তাসনীম প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়–য়া চিরিরবন্দরের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহন করেন।
এএসবিডি/আরএইচএস