বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর। ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব। কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক। সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহী পাকিস্তান। রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ৮৩ জন শিশু শ্রমিকের একটি তালিকা উপস্থাপন করা হয়, যারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত।

আলোচনায় শিশুদের অধিকার সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, “শিশুশ্রম আমাদের জাতীয় উন্নয়নের বড় প্রতিবন্ধক। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম, এবং এস টিভির সাংবাদিক এম শামীম আহসান মল্লিক ।

বক্তারা শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, এবং কার্যকর আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।এসময় ইউএনও মোঃ নাজমুল ইসলাম ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকদের সমস্যার কথা শুনে তাদের পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, উপজেলায় একটি শিশু কল্যাণ বোর্ড গঠন করে শিশুশ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারের সঞ্চালনায় সভাটি শেষ হয়।

সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নির্মূল করা সম্ভব হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102