রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি বৈঠক আয়োজনের কথা জানিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকটি কবে এবং কোথায় হতে পারে, তা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।
বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান এবং আমরা এর আয়োজন করছি। আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের কোনো অনুরোধ জানায়নি।
২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই ইউক্রেন যুদ্ধ সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। তিনি কিয়েভের প্রতি মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প তার দ্বিতীয় প্রশাসনের জন্য ইউক্রেন ও রাশিয়ার বিশেষ দূত হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিথ কেলোগকে মনোনীত করেছেন।
কেলোগ তার একটি গবেষণাপত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি শর্তযুক্ত সহায়তার প্রস্তাব করেছিলেন। তিনি বলেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা পেতে হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে হবে। তবে মস্কো যদি আলোচনায় বসতে রাজি না হয়, সেক্ষেত্রে ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখা উচিত।