বাংলাদেশের জন্য কেবল দুইটি যুদ্ধবিমানই যথেষ্ট বলে মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের বসিরহাটের গোঘাটাঙ্গায় বাংলাদেশ সীমান্তে বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠন মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদের কারণ হিসেবে তারা দেখিয়েছে, প্রতিবেশী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ।বিজেপি বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের পরিস্থিতিকে “অস্থিতিশীল” বলে বর্ণনা করেন এবং বলেন, “আমরা বাংলাদেশের উপর নির্ভর করি না, বরং বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি ৯৭টি পণ্য সরবরাহ বন্ধ করি, তাহলে তারা চাল ও পোশাক পাবে না। যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ না পাঠাই, তাহলে ৮০% গ্রামে আলো জ্বলবে না।”
শুভেন্দু অধিকারী আরও বলেন, “হাসিমারায় ৪০টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। কেবল দুটি পাঠালেই যথেষ্ট হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “দয়া করে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুন, মন্দির ভাঙচুর বন্ধ করুন। আগামী ১৬ তারিখে আমরা বড় সভা করব। মুহাম্মদ ইউনূসের সরকার সরকার নয়; তারা উগ্রপন্থী, তারা তালেবানের মতো। তারা শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে দিয়েছে।”
তবে অধিকারী জোর দিয়ে বলেন যে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন।
তিনি বলেন, “শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। ইউনূস সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে অবতরণ করবেন। তাদের তাকে স্যালুট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে।”