শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

সিনেটে সংখ্যাগরিষ্ঠ পাচ্ছেন রিপানলিকানরা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

 

সিনেটে সংখ্যাগরিষ্ঠ পাচ্ছেন রিপানলিকানরা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। বিবিসি, সিএনএন, আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানের পূর্বাভাবে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। 

নিউইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট এবার রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে অন্যদিকে ডেমোক্রেটরা পেয়েছে ৪২ আসন।

বাইডেন আমলে সিনেট ৫১-৪৯ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্রেটরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে,  ট্রাম্প ২৩২ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২১৬ ইলেক্টোরাল ভোট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102