ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে (৬০বিজিবি) আখাউড়া বিওপি টহলকারী জওয়ানরা তাদের আটক করেন। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে।
আটক দুইজন হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা জয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী মান্নান মিয়ার ছেলে মো. মুন্না মিয়া এবং একই এলাকার বাচ্চু মিয়ার ২১ বছর বয়সী ছেলে সোহাগ মিয়া।
৬০ বিজিবি আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্য সীমান্তের মেইন পিলার ২০২৪/৪এস এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাউতলা নামক একটি গ্রাম্যবাজারে ঘুরাফেরা করছিল। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।
আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।