অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শনিবার (৫ অক্টোবর) থেকে শুরু হবে। বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া এ তথ্য জানান।
তিনি জানান, কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে তাদেরকে অবহিত করা হবে। আইনশৃঙ্খলা বিষয়েও আলোচনা হবে। এ সময় তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে। দুই থেকে তিনদিনের মধ্যে কমিশন ফর্ম হবে।