বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :

মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে মুহাম্মদ ইউনূসের বৈঠক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে মুহাম্মদ ইউনূসের বৈঠক।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সাথে বৈঠক করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে এ সাক্ষাতের সময় মালদ্বীপের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

সাক্ষাতকালে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ককে কার্যকরীকরণ, জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকারপ্রধান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যেই অনেক বিষয়েই মিল রয়েছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব অন্যতম।

মোহাম্মদ মুইজ্জু বলেন, দুই দেশ পর্যটন, মৎস্য ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসাথে কাজ করতে পারে। আমাদের দুই দেশ একসঙ্গে কাজ করলে তা দুই দেশের মানুষের জন্য উপকারী হবে। এসময় দু’দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, তিনি সার্কের সক্রিয়তাকে অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ এশীয় অঞ্চলের ঘনিষ্ঠ সংহতকরণের প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান। মালদ্বীপের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, আমরা কাছাকাছি থাকব। আমাদের দূরে থাকা উচিত নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102