সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

এক মাস না যেতেই বরখাস্ত জাভি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

এক মাস না যেতেই বরখাস্ত জাভি!

চলতি বছর জানুয়ারিতে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন, এই মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। এপ্রিলে নিজের সিদ্ধান্ত বদলান জাভি। জানান, আগামী মৌসুমেও বার্সা কোচের দায়িত্বে থাকবেন এই তারকা। তার সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তি ২০২৫ পর্যন্ত। চুক্তি শেষ করেই ক্লাব ছাড়বেন জাভি। কিন্তু, এক মাস না যেতেই জাভিকে বরখাস্ত করেছে বার্সেলোনা।

গোল ডটকমে আজ শুক্রবার (২৪ মে) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বার্সা সমর্থকরা গত কয়েক ম্যাচ ধরেই জাভিকে দুয়োধ্বনি দিচ্ছিল। পাশাপাশি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তের বিপক্ষেও বারবার স্লোগান তুলছিল সমর্থকরা। ফলে, ক্লাব রাখতে চাইলেও সার্বিক বিবেচনায় জাভিকে বরখাস্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে সদ্য বিদায়ী কোচ জাভি বলেন, আমাদের সভাপতির (লাপোর্তে) বিপক্ষে গ্যালারি থেকে স্লোগান, দুয়োধ্বনি ভেসে আসাটা সমীচীন নয়। সেটির কারণ যদি আমি হই, তখন আরও বেশি খারাপ লাগে। আমি ভক্তদের কাছ থেকে সবার জন্য উৎসাহ চাই, দুয়ো নয়।’

কিংবদন্তি ফুটবলার জাভি কোচ হিসেবে শুরুতে ব্যর্থ হয়েছেন। নিজের শেকড় বার্সাতেই হারান গ্রহণযোগ্যতা। কোচ হিসেবে ক্লাবকে ভালো অবস্থানে রাখতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। অথচ, মাঝমাঠ জুড়ে কাতালানদের জার্সিতে তিনি ছিলেন আস্থার অন্যতম প্রতীক।

জাভির বিকল্প হিসেবে শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিকের কথা। এর আগে জোর গুঞ্জন উঠেছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতা হতে চলেছেন বার্সায় জাভির বিকল্প। পরবর্তীতে সেটি নাকচ করে দেন আর্তেতা নিজেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102