বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

দহগ্রাম পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে ভারতী পণ্যসামগ্রী উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

মোঃ তৌহিদ আলম লালমনিরহাট প্রতিনিধি:পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন দহগ্রাম,যা ভারতীয় সীমানায় ঘেরা,কোন বেড়াকাটা না থাকায় অবৈধ চোরাকারবারি ব্যবসার অভয়ারণ্যে পরিনত হয়েছে।

দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সংবাদ পেয়ে অভিযান চালালে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যরা ঘটনা স্হানে ভারতীয় মালামাল রেখে পলায়ন করে।যা দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং ৪৩৬, তাং ২৩/০৯/২০২০ ইং মুলে দহগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান ডিউটিকালে পরিত্যাক্ত অবস্থায় ১। দুইটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তায় রক্ষিত গোলাপী ও সাদা রংয়ের টিউবে ৫০ গ্রাম ওজনের মোট ১০০০ পিস Ponds White Beauty Spot-Less Fairness Face wash যাহাতে Made in India সহ ইংরেজিতে অন্যান্য লেখা আছে। যাহার প্রতিটির ভারতীয় মূল্য ৭৯/- টাকা, যাহার বাংলাদেশী টাকায় অনুমান মুল্য ৯৫/- টাকা দরে ১০০০ পিচ সর্ব মোট মূল্য = ৯৫০০০/- (পঁচানব্বই) হাজার টাকা।

২। ০১ (এক) টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ডিস এ্যান্টিনায় ব্যবহৃত বিভিন্ন মডেলের মোট ৪৫০ পিস Signal L.N.B যাহার প্রতিটির মূল্য ৩৫০ টাকা দরে মোট মূল্য = ১,৫৭,৫০০/- (এক লক্ষ সাতান্ন হাজার পাঁচ শত) টাকা উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা শিকার করে বলেন-উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102