শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

২০ টাকার নতুন নোট বাতিলের দাবি হেফাজতের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

২০ টাকার নতুন মুদ্রায় ‘মসজিদের পরিবর্তে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি ব্যবহারের’ প্রতিবাদে নোট বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

তারা এটিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতির ওপর ‘সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির  মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এ দাবি জানান।

নেতারা বলেন, ‘২০ টাকার পুরোনো নোটে মসজিদের ছবি থাকলেও নতুন নোটে তা বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করা হয়েছে। এটি দেশের ৯২ শতাংশ মুসলমানের বিশ্বাস ও ধর্মীয় চেতনার পরিপন্থি। এটি ইসলামি মূল্যবোধকে উপেক্ষা করার শামিল এবং জাতীয় ঐক্য বিনষ্টের দিকেই নিয়ে যাচ্ছে।’

হেফাজত নেতারা বলেন, ‘একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় প্রতীক ও মুদ্রায় ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা উচিত। ঈদুল আজহার মতো পবিত্র সময়ে বিতর্কিত নোট প্রকাশ দেশের মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

তারা দাবি করেন, ‘এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিষয়টি কে বা কারা প্রস্তাব ও অনুমোদন করেছেন, তাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে বিতর্কিত ২০ টাকার নোটের নকশা বাতিল করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে একটি গ্রহণযোগ্য নকশা প্রণয়ন করতে হবে।’

এ ছাড়া ইসলামি মূল্যবোধসম্পন্ন সব রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে এ বিষয়ে সচেতন ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, প্রবাসী মুসলমান ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, ‘ঈদুল আজহা ত্যাগ ও আনুগত্যের শিক্ষা দেয়। আমাদের উচিত এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা এবং ইসলাম ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102