রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২৯। রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরেঃ গভর্নর। আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল! জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি। সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড। কালিগঞ্জে জাতীয় পর্যায়ে ২০২৩ সালের শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা চলমান। ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ।

কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে আদার্স সেকশন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক’কে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে আদার্স সেকশন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক’কে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

১। র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, প্রসেস নং-৫৪৭৯/২৩, জিআর-৯৩৮/১৯, কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৪(০৮)১৯, ধারা-১৮৬/৩৪১/৩৩২/৩৫৩/৩৭৯/৩৪ পেনাল কোড মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফারুক’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোড এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুমান ২৩.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ ফারুক (২২), পিতা-জানে আলম, সাং-উত্তর মুহুরীপাড়া, লিংক রোড, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102