বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার।
বাগেরহাটের পীর হযরত খানজাহান আলী (রহ.) মাজার শরীফের দীঘি থেকে ৩ দিন ধরে নিখোঁজ থাকা ভ্যানচালক পোল্লাদ দাস (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ই ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।
বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ দাসের ছেলে ভ্যানচালক পোল্লাদ দাস ৩ দিন আগে বাড়ি থেকে ভ্যান নিয়ে নিখোঁজ হয়।
এ ঘটনায় কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করে পোল্লাদ দাসের পরিবার। খানজাহান আলী (রহ.) মাজার দীঘি থেকে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহটি পোল্লাদ দাসের বলে শনাক্ত করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে খানজাহান আলী (রহ.) মাজার দীঘি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সাংদিয়া গ্রামের নিখোঁজ থাকা ভ্যান চালক পোল্লাদ দাসের পরিবারের সদস্যরা মরদেহটি পোল্লাদ দাসের বলে শনাক্ত করেছেন।
তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।