জয়পুরহাট কালাইয়ে শুক্রবার ভোরে উপজেলার পনুট ইউনিয়নের শিকটা গ্রাম থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে জয়পুরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে৷
নিহত সৈয়দ আলী কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের প্রয়াত মোতারাজ আলীর ছেলে৷ স্থানীয় সূত্রে জানায় , সৈয়দ আলীর স্ত্রী মৃত্যুর পর তিনি একা এই বাড়িতে বসবাস করতেন।
শুক্রবার ভোরে তার ছেলে ও ছেলের স্ত্রী খোজ নিতে এসে বসত ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢোকে। ঘরের ভেতরে ঢুকে তার শশুরের মরদেহ গলা কাটা শোয়ানো অবস্থাই দেখতে পায়। এ সময় তার চিৎকার ডাকাডাকিতে প্রতিবেশীরা এগিয়ে আসেন৷
পুলিশকে ঘটনা জানালে পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার ছেলে তৈয়ব আলী নাজমুল ও তাদের স্ত্রী এজিনা ও রহিমাকে থানায় নেওয়া হয়েছে৷
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম বলেন রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে৷
এবিষয়ে, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসিম আল বারী জানান, সৈয়দ আলী হত্যাকান্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর জন্য চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷