পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিষ্ফোরক মামলার আসামী হাসান বশরীকে (৩৮) জয়পুরহাটের মোহাম্মাদাবাদ ইউনিয়নের তেঘরবিশা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত হাসান বশরী সদর উপজেলার পাঁচুরচক গ্রামের ফজলুল হকের ছেলে।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার বরাত দিয়ে জানান, গত ১৮ নভেম্বর রাজশাহীর নওহাটা থেকে জয়পুরহাটে আসার পথে রাত ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রাম সংলগ্ন বাইপাস রাস্তার ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপের গতিরোধ করে হাসান বশরী সহ আরোও ৩০/৩৫ জন লোক পিকআপটি ভাংচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এবং পিকআপে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা রুজু হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪ টায় জয়পুরহাট সদরের মোহাম্মাদাবাদ ইউনিয়নের তেঘরবিশা এলাকা থেকে ওই মামলার আসামি হাসান বশরীকে গ্রেপ্তার করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম গতিশিল রয়েছে।