বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

র‌্যাব-১৫ এর অভিযানে ১,৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৯০,০০০/- টাকাসহ আটক ১।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

 

কক্সবাজারের উখিয়া থানাধীন রুমকা এলাকায় অভিযান পরিচালনা করে ১,৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৯০,০০০/- টাকা উদ্ধারসহ মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

১। র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ রুমখা নাপিত পাড়া নিরন্দ্ররের বাড়ীর দক্ষিণ ভিটার টিনের ঘরে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করে রেখেছে। নির্ভরযোগ্য তথ্যের আলোকে ২৪ নভেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় যমুনা ধর নামে একজন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ১,৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা এবং ০২টি এন্ড্রয়েট মোবাইল (০২টি সীমসহ) উদ্ধার করা হয়।

৩। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় যমুনা ধর (৪৮), স্বামী-সজীব ধর, পিতা-মানিক ধর, মাতা-অমিয় বালা ধর, সাং-রুমখা নাপিত পাড়া, ০৮নং ওয়ার্ড, হলুদিয়া পালং ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মহিলা নিজেকে মাদকদ্রব্য ইয়াবার পাইকারী বিক্রেতা বলে স্বীকার করে। সে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাইকারী দামে মাদক সরবরাহ করে আসছিল বলে জানায়।

৪। উদ্ধারকৃত আলামতসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102