বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

বগুড়া আদমদীঘিতে স্ত্রীর উপর অভিমান করে নওমুসলিমসহ দুই জনের আত্মহত্যা।

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
বগুড়া আদমদীঘিতে স্ত্রীর উপর অভিমান করে নওমুসলিমসহ দুই জনের আত্মহত্যা।
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারনে স্ত্রীর উপর অভিমান করে নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু (২৪)
নামের এক জন আত্মহত্যা করেছে। নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু সান্তাহার কাশিমালা প্রসাদখালী গ্রামের অনুকূল চন্দ্র হালদার ছেলে ও চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে। এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে সাইফ ওরফে বিষ্ণু হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে সান্তাহার রথবাড়ি মিশন স্কুলের পাশে জনৈক ফেরদৌস আলীর ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। এরপর থেকে প্রায় তার স্ত্রী তৃষার সাথে বনিবনা না হওয়ায় কলহ লেগেই থাকতো। গত বুধবার রাতে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারনে কথা
কাটাকাটির ঘটনা ঘটে। এতে অভিমানে রাত ১০টায় তার শয়ন ঘরে ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নওমুসলিম সাইফ
ওরফে বিষ্ণুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। # #
#### ###
বগুড়া আদমদীঘিতে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ তিনজনের জেল জরিমানা
সজীব হাসান,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মুদি দোকানের আড়ালে মাদক বিক্রি ও
সেবনের দায়ে এক নারীসহ তিনজনকে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে
জরিমানা করেছেনভ্রাম্যমান আদালতের নিবার্হি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার। গতকাল
বৃহস্পবিার (২৩ নভেম্বর) বেলঅ ১২ টায় আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের বস্তিপাড়ায়
ভ্রাম্যমান আদালত এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ডালম্বা বস্তিপাড়ার জাকির
হোসেনের মেয়ে হিরামনি (২০), গেমেলের ছেলে সাব্বির হোসেন (২৬) ও মোহাম্মাদ আলীর
ছেলে জাহিদুল ইসলাম (২৩)। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি ডালম্বা গ্রামের মহাসড়কের পাশে বস্তিপাড়ায় সাহানা বেগম নামেন এক নারী মুদি দোকানের আড়ালে মাদক বিক্রি ও সেবনের কারবার চালাতো। এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলানির্বাহি অফিসার টুকটুক তালুকদারের নেতৃত্বে ওই দোকানে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও
সেবনের অপরাধে উল্লেখিত এক নারীসহ তিনজনকে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে
তাদের ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এময় মাদকদ্রব্য
নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক এমএম এলতন্স উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত
ছিলেন। দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলে আদালত জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102