নরসিংদী জেলার মনোহরদি থানার, নাম : মো: মমিন মিয়া, সে একজন বাক প্রতিবন্ধী পিতা- মো: নূরমোহাম্মদ মিয়া, গ্রাম- কাহেতের গাঁও, পাঁচহাটি, ইউনিয়ন: বড়টাপা, মনোহরদী, নরসিংদী। বয়স ১৭ বছর। মাথার চুল কালো, গায়ের রং- ফর্সা।
গত ০৬/১০/২০২৩ইং তারিখ, রোজঃ শুক্রবার বড়চাপা থেকে নিখোঁজ হয়ে যায়। এর পর থেকে তার এহনো কোন খুজ মেলেনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মোবাইল: 01723-124476, 01792-069606, 01799-961483