বগুড়ার আদমদীঘি উপজেলা কন্দুগ্রামে ইউনিয়নের ফিরোজ সরদার (২২) নামে এক যুবকরে ঝুলন্ত মরদহে উদ্ধার করছেন পুলশি। স্থানীয় ও আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, শনবিার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় আদমদিঘী উপজলোর কুন্দ্রগাম ইউপির কাথলিা গ্রামে নিজ বাড়ির শয়ন ঘর থেকে ফিরোজ সরদারের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ । মৃত ফরিজ হোসনে উক্ত এলাকার বাচ্চু সরদার ছেলে। মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুম্মার নামাযের সময় মোবইল চুররি অভযিাগে ফিরোজ সরদারকে প্রতবিশেীরা গ্রাম্য সালিশে ডেকে নিয়ে গিয়ে মারধর করে মোবইল ফোন ফেরত দেওয়ার জন্য তাকে বলে। পরবর্তীতে মোবাইল ফোন যখোন থকেে হারয়িছেলি সখোনে পাওয়া যায়। চুররি অপবাদ সইতে না পেরে ফিরোজ সরদার আত্মহত্যা করতে পারে বলে এমনটি ধারণা করছেন পুলিশ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ (ওসি) রজোউল করমি রেজা বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। ওসি আরো জানান এ বিষয়ে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।