বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

হরিপুরে আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

মোঃ বরকতুল্লাহ,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
হরিপুরে আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ দবিরুল ইসলাম-এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবির কোম্পানি কমান্ডারগণ ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও জনপ্রতিনিধিগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিবি কমান্ডারগণ বলেন, সীমান্ত এলাকার কাচা রাস্তাগুলো বেশি ভালো না, টহল ব্যবস্থা জোরদার করা যায় না। পাকা করণের জন্য বিষয়টি সভায় উপস্থাপন করেন তারা।
অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।তিনি প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের সাথে সাক্ষাৎ করে বলেন যেহেতু সামনে শারদীয় দুর্গাপূজা তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানান।কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণাৎ পুলিশের সাথে মুঠোফোনে যোগাযোগ করার আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102