মোবাইলে আর্থিক সেবা দেয়া প্রতিষ্ঠান বিকাশে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩৪টি সিম ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সেপ্টেম্বরেই চক্রটি জালিয়াতির মাধ্যমে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আট মাস ধরে এই কাজ করছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে মনসুরাবাদের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এ তথ্য জানান। গ্রেফতার হয়েছে কামরুল ইসলাম (৩৩), বিল্লাল হোসেন (৩৪) ও ফিরোজ শেখ (৩৩)।
নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে বায়েজিদে একটি প্রতারক চক্র অবস্থান করছে, যারা বিকাশের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ রোড এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।