ভূঞাপুরে জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় উপজেলা প্রশাসন এর আয়োজনে
মঙ্গলবার (১০অক্টোবর) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ ভবনের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: কায়ছারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো : বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভূঞাপুর পৌরসভা এর মেয়র মো: মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ ভূঞাপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গণ।
মতবিনিময় সভায়, ভূঞাপুর উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক , সুধী সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণ,ইমাম, পুরোহিত, ব্যবসায়ী প্রতিনিধি, কৃষিজীবী,দিনমজুর সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উপস্থিত লক্ষ্য করা যায়।
জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং উপজেলা অফিসার্স ক্লাবের লাইব্রেরী উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন- টাঙ্গাইলের সবচেয়ে বড় একটি সমস্যা হলো নদী ভাঙন। টাঙ্গাইলের দারিদ্র্যতার হার ২৯.২৭%। এর মূল কারণ ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও জামালপুর ভাঙন কবলিত এলাকা। ইতিমধ্যে ২৫৭ কিলোমিটার বাঁধ অনুমোদন পেয়েছে। কিছু অংশে কাজ শুরু হয়েছে। বাকি অংশ অল্প দিনের মধ্যে শুরু হবে। তিনি আরো বলেন, টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় একটি করে জাদুঘর ও প্রত্যেকটি ইউনিয়নে একটি করে লাইব্রেরী করা হবে।