বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ভাই-বোন ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
চট্টগ্রামে ভাই-বোন ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার।
চট্টগ্রাম মহানগরীর টেরিবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে অভিযানে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল, সোমবার (৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- মো. আলাউদ্দিন (২৩) ও জাহেদা বেগম (৩৫)। তারা সম্পর্কে ভাই-বোন।
পুলিশ জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাতে নগরের টেরিবাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক নারী।
এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মহিন নামে এক কিশোরকে আটক করে পুলিশ।
তার দেওয়া তথ্যমতে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানার উত্তর কাইতলা এলাকা থেকে আলাউদ্দীনকে গ্রেফতার করা হয়। মহিন ও তার এক বন্ধুর সাহায্য নিয়ে তারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
সদরঘাট থানার কদমতলী রউশন মসজিদ গলিতে অভিযান চালিয়ে তার বোন জাহেদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
তিনি জানান,  আলাউদ্দিন দীর্ঘদিন ধরে নগরের ব্যস্ততম এলাকাগুলোতে সুযোগ বুঝে পথচারীদের গলায় থাকা সোনার চেইন, মোবাইলফোনসহ গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেয় এবং জাহেদা সেসব জিনিস নিজের বলে বিক্রির কথা স্বীকার করেছে।
আলাউদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালীসহ দেশের বিভিন্ন থানায় চুরি এবং ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102