জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা মহিলা নিহত।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাই ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা মহিলা মৃত্যু বরন করেছে। ।১০ অক্টোবর (মঙ্গলবার) ভোরে উপজেলার বাগজানা ইউনিয়নের খায়ের মন্ডলের পুকুর পাড় সংলগ্ন রেল লাইনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা মহিলা উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসেন জানান, বৃদ্ধ মহিলা দীর্ঘদিন থেকে ক্যান্সার ও মাথার সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন রাত ৩ টার সময় বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী রেল লাইনের উপর দিয়ে ঘুরতে যান। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।