ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু।
ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালক প্রিন্স অনথিন রোজারিও (৩৪) নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে এদুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স অনথিন রোজারিও ঢাকা নবাবগঞ্জের ফ্লিপ রোজারিওয়ের ছেলে। নিহত ব্যক্তি বঙ্গবন্ধু রেল সেতুর এসিস্ট্যান্ট সেফ ছিলেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু রেল সেতুর সেফ এসিস্ট্যান্ট প্রিন্স অনথিন রোজারিও কাজ শেষ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মোঃ লিটন মিয়া বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।