বগুড়া সান্তাহারে রেড ক্রিসেন্ট সোসাইটরি প্রচারণামূলক র্কমসূচি।
বগুড়ার আদমদীঘি উপজলোর সান্তাহার শহরে বাংলাদশে রডে ক্রসিন্টে সোসাইটরি পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের প্রচারণামূলক র্কমসূচী অনুষ্ঠতি হয়ছে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানকি ৭ টার সময় উপজলোর সান্তাহার পৌর শহররে স্বাধীনতা মঞ্চে সচতেনতা মূলক একটি চলচিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়। প্রর্দশনীতে বদিশেে হারয়িে যাওয়া অথবা বভিন্নি কারণে বদিশেরে জলেে আটক হওয়া
বাংলাদশেী নাগরকিদরে উদ্ধারে রেড ক্রিসেন্টের র্কাযক্রম তুলে ধরা হয়। উপজলোর কোন বাসন্দিা এমন পরস্থিতিতিে থাকলে তাদরে পরবিারকে রডে ক্রিসেন্ট অফসিরে সাথে যোগযোগ করতে বলা হয়। এর আগে দুপুর থকেে পৌর এলাকায় মাইকিং এর মাধ্যমেে জনসচেতনা করা হয়। এসময় উপস্থতি ছিলেন বাংলাদশে রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনটিরে সেক্রেটারি বীর মুক্তযিোদ্ধা এ,কে,ম
সুরুতজ্জামান, জাতীয় সদর দপ্তর প্রতনিধিি মসি শাকলিা আক্তার, ইউনটি লভেলে অফসিার সকিদার রাহাত ইসলাম, যুব ও সেচ্ছাসেবক প্রধান রাফি আক্তার, উপ-যুবপ্রধান-১ রায়হান খন্দকার, আদমদীঘি উপজলোর ইয়্যুথ লডিার তানভীর গালবি প্রমুখ।