চট্টগ্রাম নগরের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকলকর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সকাল ৮টা পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল মালেক জানান, সকাল সোয়া ৬টার দিকে ওই এলাকার একটি বাসায় আগুনের সূত্রপাত হয় এবং পরে পাশের বাড়িগুলোতে দ্রুতই ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে।