চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটে আগুন।
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্সে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সর্ট সার্কিট থেকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিটের কারণে সুত্রপাত হওয়া আগুনে সুনাম চৌধুরী সুমনের দোকান সহ ৫ টি দোকানের ক্ষয়ক্ষতি হয়। আগুনের সুত্রপাতের শুরুতে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস সহ সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পরবর্তীতে সাবেক মেয়র আ,জ,ম নাসির উদ্দীন,স্থানীয় জনপ্রতিনিধগন,ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন এলাকা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত মিডিয়ায় ব্রিফিং এ শ্রমিকনেতা এস এম লুৎফর রহমান বলেন, একটি দোকানে আগুন লেগে পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে,আরো ৪/৫ টি দোকান পানিতে সকল বইপত্র নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫০০০০০০/ (পঞ্চাশ লক্ষ) টাকা।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা চালু করতে সরকারসহ সকলের সহযোগিতা কামনা করেন।
আগুন নিয়ন্ত্রণে ভুমিকা রাখায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীদের ধন্যবাদ জানান।