জয়পুরহাটে চলন্ত ট্রেনে কাটা পড়ে নিহত ১ আহত ১।
জয়পুরহাট রেল ষ্টেশনে পকেটমারকে ধরতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন মারাত্মক আহত হয়েছে।
আহতকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহীত মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত শরিফুল ইসলাম (৩২) চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কাদিকোলা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে দুজন লোক একজন অপরজনকে ধাওয়া করছিল, এরই এক পর্যায়ে দুজনই ট্রেন থেকে প্লাটফর্মে পড়ে গিয়ে একে অপরের সাথে ধস্তাধস্তি করছিল।
এ সময় প্লাটফর্ম থেকে তারা দুজনেই নিচে পড়ে গেলে পকেটমার সন্দেহে যাকে ধাওয়া করা হচ্ছিল সে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত ব্যক্তি কাছ থেকে আহত ব্যক্তির মানিব্যাগ পাওয়া গিয়েছে বলে জানায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন।