বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড। 

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড। 
হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নোয়াপাড়া  ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মৃতঃ মস্তুব আলীর
ছেলে কাছম আলী(৬০) একই গ্রামের মৃতঃ ফুল মিয়ার ছেলে সাউজ মিয়া (৬০)
ও জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মৃতঃ ধলাই মিয়ার ছেলে মোর্শেদ কামাল(৪৬)।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর বিধান অনুসারে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান, ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্য ও সেবনের উপকরণ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102