বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবির নারী শিক্ষিকার বোরকা নিয়ে সাবেক ছাত্রদল নেতার কটুক্তি। শিবপুর অভিযাত্রী যুব সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০। পবিত্র শবে মেরাজের তারিখ জানা গেল। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে। এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেবঃ ভারতের নাগা সাধু। চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে নাঃ বিসিবি সভাপতি। ভারতের ‘র’-এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র। নতুন বছর বরণে বাহারি ফুল কিনতে দোকানে ভিড়।

ডিএমপি কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান করলো পিওএম।

প্রতিবেদকঃ শেখ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ডিএমপি কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান করলো পিওএম।

অপরাধ ও সাংগঠনিক ব্যবস্থাপনায় অপরিসীম অভিজ্ঞতা সম্পন্ন ডিএমপি কমিশনার জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম-কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট আয়োজিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান।

বক্তাগণ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম এর পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

এ সময় যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ডিএমপির ৩৫তম পুলিশ কমিশনার হিসেবে ২৯ অক্টোবর ২০২২ খ্রি. যোগদান করেন। বর্ণাঢ্য চাকরি জীবন শেষে তিনি ৩০ সেপ্টেম্বর স্বাভাবিক অবসরে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102