বাগেরহাট সদরের সি এন্ড বি বাজারে দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শেখ তন্ময় এম.পি।
বাগেরহাট – ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার সি এন্ড বি বাজারে দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন।
আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে সি এন্ড বি বাজারের এই দ্বিতল ভবন উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দাস, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ফারাজী, রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজী সহ রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বাগেরহাটের এলজিইডি সংস্থা এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছেন।