শেখ হাসিনাকে আর ভোট চুরি করতে সুযোগ দিবেনা জনগণঃ আদমদীঘিতে ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের তার“ন্যের যুবকরা এখন যেগে উঠছে, যেগে উঠেছে যুবদল,স্বেচ্ছাসেকদল, ছাত্রদল, শহীদ জিয়া বগুড়ার সন্তান আাপনাদের সন্তান, তারেক রহমান বগুড়ার সন্তান।
এইদেশের মাটি জিয়াউর হমানের মাটি, এদেশের মাটি খালেদা জিযার মাটি, এদেশের মাটি তারেক রহমানের মাটি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতিকে এরা ধ্বংস করে দিতে চাই ,এরা কতটা অমানবিক চিকিৎসকরা বলছে খালেদা জিয়াকে সুস্থ্য করতে হলে বিদেশে চিকিৎসা দেওয়া দরকার। কিন্তুু সরকার চিকিৎসা করতে দিচ্ছেনা। সরকার আবারো ১৪ সালের-১৮ সালের মত ভোট করতে চাই, ২০১৪ সালে ১৮ সালের ভোটে জনগন ভোট দিতে পারেনি, ১৮ সালে দিনের ভোট রাতে শেষ করে সকালে কেন্দ্রে ভোটারদের বলে তোমাদের ভোট হয়েগেছে।
শেখ হাসিনা যতদিন ক্ষমতাযয় থাকবে, প্রধান মন্ত্রী থাকবে সে রাষ্ট্রকে ব্যবহার করবে পুলিশকে ব্যাবহার করে পাতানো নিবার্চন করতে চাই , দেশ-বিদেশের মানুষ জানে এসরকারের আমলে কোন দিন সুষ্ঠু নিবার্চন হবেনা দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেনা । দেশেন মানুষ এবার তা আর করতে দিবেনা। আমরা দেশের মানুষের ভোটাধিকার পিরিয়ে দিতে এক দফার আনন্দোলনে রাজপথে নেমেছি আমরা আনন্দেলনের মাধ্যমে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দেশের মনিুষের ভোটধিকার ফিরিয়ে আনবো।
তখন আপনারা আপনাদের ভোট যাকে ইচ্ছে
তাকে দিতে পারবেন । রোববার বগুড়া হতে রাজশাহী অভিমখে তার“ন্যের রোড মার্চ কর্মসুচি সময়ে দুপুর ১টায় বগুড়ার আদমদীঘি গোহাটিতে স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে
পথসভায় প্রধান অতিথি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএকথা বলেন।
এসভায় বিশেষ অথিতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য আমিরখুসরু মাহমুদ চৌধরী বলেন, সেল্ফি তুলে কোন কাজ হবেনা, রাস্তায় যদি সমাধান করতে হয়
জনগনের সামনে এদের বিচার করা হবে ,কারন এরা বাংলাাদেশের মানুসের গনতন্ত্রিক অধিদকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার হরন করেছে।
আমাদের ঐক্যবদ্ধ হয়ে ভোট
চোরদের ধরতে তখনই এদেশে গনতন্ত্র ফিরে আসবে।এসময়,কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান মাহমুদ টুকু সহকেন্দ্রীয়যুবদল,স্বেচ্ছাসেবকদল,জাতীয়তাবাদী,ছাত্রদলের নেতৃবন্দ এবং আরো উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর প বিএনপির সভাপতি ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট, সাধারণ সম্পাদক এস,এম, আখতারুজ্জামান মিঠু, সান্তাহার পৌর বিএনপি’র ১নং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: দিলদার আলম জুয়েল, সান্তাহার পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো:শাহজাহান আলম স্বপন সহ,
স্থনীয় বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকন দল, ছাত্রদলসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।