চট্টগ্রাম নগরীতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে কিশোর নিহত।
চট্টগ্রাম নগরীতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২০) নামে এক কিশোর নিহত হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে অপর একজন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলশি থানাধীন ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশি থানার ওসি রুবেল হাওলাদার জানান, নিহত কিশোর সুজন নোয়াখালীর সেনবাগ থানার এলাকার মোহাম্মদ রিপনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুজন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিল ও নগর যুবলীগের সহ সভাপতি ওয়াসিম উদ্দীন চৌধুরী সমর্থক ছিল। পূর্ব শত্রুতার জের ধরে ওয়াসিমের প্রতিপক্ষ রেল শ্রমিক লীগ নেতা কাদের গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সুজনসহ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সুজনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুরুল আলম আশেক এই তথ্য নিশ্চিত করেছেন।