জয়পুরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গণশুনানি অনুষ্ঠিত।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সেবা প্রার্থীদের অভিযোগ, সুবিধা-অসুবিধা ও মতামত সরাসরি আলোচনা এবং তাৎক্ষণিক প্রতিকার নিয়ে জয়পুরহাটে অংশীজনের অংশগ্রহণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের সবুজনগর এলাকায় জাকস ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাকাব রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরন্জ্ঞন চন্দ্র দেবনাথ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম, নিরীক্ষা হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, জয়পুরহাটেে ব্যবস্থাপক শাকিল মাহমুদ প্রমুখ।