শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

বগুড়া জেলা পুলিশ রাজশাহী রেঞ্জে আবার শ্রেষ্ঠ।

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
বগুড়া জেলা পুলিশ রাজশাহী রেঞ্জে আবার শ্রেষ্ঠ।
সন্ত্রাস-অপরাধ নির্মূল, মাদক-অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তিতে বিপুল ব্যবধানে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে বগুড়া জেলা ইউনিট এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে আগস্ট ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ফলাফল ঘোষণা করা হয়৷ এতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার)। এসময় রাজশাহী বিভাগের সকল জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ্, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান ও শ্রেষ্ঠ এসআই বেদার উদ্দীন।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, রাজশাহী রেঞ্জের মধ্যে জেলা পুলিশ, বগুড়া’র শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে ।
তিনি আরো জানান, জনবান্ধব পুলিশি ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102