শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

আদমদীঘিতে গাঁজাসহ গ্রেফতার একজন।

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
আদমদীঘিতে গাঁজাসহ গ্রেফতার একজন।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকায় হামিদা প্লাজা সংলগ্ন নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে গতকাল রাতে সাদ্দাম নামের একজন কে গাঁজা সহ গ্রেফতার করেছেন আদমদীঘি থানা পুলিশ।
এ বিষয়ে আদমদিঘী থানার উপ-পরিদর্শক আসাদুল হক জানান আদমদীঘি সদরে বাজার এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে  আমি আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে দেখি সাদ্দাম নামের ওই ছেলেটা সেখানে ঘোরাঘুরি করছে।
কিছুক্ষণ তাকে নজর দারিতে রেখে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করি। এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৮) আদমদীঘি থানায় সদর ইউনিয়ন দিঘীরপাড় মহল্লার মৃত আজিজুল হকের ছেলে।
এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ে করে আজ বুধবার সকালে  বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি সাদ্দামের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হয়েছে। এবং আজ বুধবার সকালে বগুড়া জেলা আদালতে পাঠানো হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102