বগুড়ায় গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেফতার-০১।
বগুড়ার শিবগঞ্জের রহবলে “৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৬৫০( ছয়শত পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা ও একটি মোটরসাইকেল সহ আবু বক্কর ছিদ্দিক(৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর(রোববার) রাত সোয়া সোয়া ১০ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন দেউলী ইউনিয়নের রহবল শপিং কমপ্লেক্স ভিশন শো- রুম এর সামনে রংপুর- ঢাকাগামী মহাসড়কের ওভার ব্রীজ এর পূর্বপাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৫০ গ্রাম শ্তকনা গাঁজাসহ আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করা হয়।
সেই সাথে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন পাথরডুবি গ্রামের মুনসুর আলীর ছেলে। “৪ আর্মড ব্যাটালিয়ন পুলিশ, বগুড়ার পুলিশ পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিককের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।