দক্ষিণ ধূরুং ইউনিয়নে শুরু হয়েছে বাৎসরিক হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রম।
প্রথম হোল্ডিং ট্যাক্স দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দীন আল আযাদ।
ট্যাক্স দিন,সেবা নিন,উন্নয়নে অংশ নিন এই প্রতিপাদ্য কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ০২ নং দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে নানান উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিষদের রাজস্ব আয় বাড়ানোর জন্য শুরু হয়েছে বাৎসরিক হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম।
উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায়,সেবা ও উন্নয়নের বিশাল ভূমিকা পালন করে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নবাসির সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের কর নির্ধারণ ও আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১০সেপ্টেম্বর ২০২৩ (রবিবার) পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ হোল্ডিং ট্যাক্স আদায় করে কার্যক্রম উদ্বোধন করেন। আগামীকাল থেকে হোল্ডিং ট্যাক্স অফিসার ও গ্রাম পুলিশ ঘরে ঘরে গিয়ে বাৎসরিক হোল্ডিং ট্যাক্স আদায় করবে।ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ বলেন,রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে ইউনিয়ন পরিষদকে স্বাবলম্বী করে সেবার মান উন্নয়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সবাইকে হোল্ডিং ট্যাক্স আদায় করে নিরাপদ সেবা ও উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান তিনি।