জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৭-সেপ্টেম্বর২০২৩ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
আরও উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা প্রসাশক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, টুর্নামেন্টের আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর মোস্তাক।
প্রথম দিনের খেলাই ভাদসা ইউনিয়ন একাদশ ২-০ গোলে পাঁচবিবি পৌরসভা একাদশকে পরাজিত করে। এ টুর্নামেন্টে মোট ৩৭ টি দল পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে।