বগুড়া সান্তাহারে চারজন মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার জন মাদক সেবীর কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে।
কারাদণ্ড প্রাপ্তরা হলো সান্তাহার পৌর সভার চার নম্বর ওয়ার্ডের কলসা হলুদ ঘর মহল্লার ইউসুফ খানের ছেলে রাকিব খান (৩৫) সাত নম্বর ওয়ার্ডের চা-বাগান মহল্লার শাহিন আলীর ছেলে রমজান আলী (৩০) আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রামের মোসলেম মন্ডলের ছেলে আলম মন্ডল (৩২) এবং নওগাঁ জেলার সদর থানার রজাক পুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে শাহীন রহমান (৪৮) তাদেরকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার ” খ” সার্কেল পরিদর্শক মো: রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দীন সহ সঙ্গীও ফোর্স নিয়ে আজ (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রকাশ্যে নেশা জাতীয় মাদক দ্রব্য সেবনের সময় হাতে নাতে চারজন মাদক সেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সার্কেলের সদস্যরা।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একশত টাকা জরিমানা ও এক মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। মাদক সেবীদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত অ্যাম্পুল ও গাঁজা ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।