মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা।
মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো, আব্দুস সালাম এ অভিযান পরিচালক করেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো.আব্দুস সালাম জানান, ভবেরচর বাজারে আলুর পাইকারী ও খুচরা বাজার মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন না, আলু ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করায় নাঈম স্টোর ৩ হাজার টাকা, রহমানিয়া মইনিয়া স্টোর ৩ হাজার টাকা, মেসার্স মাস্টার স্টোরকে ৩হাজার টাকা, অমর চন্দ্র দাস সবজি ঘরকে ৫’শত টাকা, আ: কাদির সবজি ঘর কে ৫’শত টাকা। মোট পাঁচটি প্রতিষ্ঠনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানা গজারিয়া থানা পুলিশের একটি টিম ও গজারিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব ফারহানা খান অভিযানে সহযোগিতা করেন।