বগুড়া আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার।
আদমদীঘির সান্তাহারে ফোল্ডিং বার্মিজ একটি চাকুসহ ওমর আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সান্তাহার-ছাতিয়নগ্রাম সড়কের হবির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সে নওগাঁ সদর উপজেলার শ্রীদরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতে সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান রাত্রী কালিন ডিউটি করা কালে রাত ৮টার দিকে আদমদীঘির ছাতিয়ানগ্রাম থেকে একটি মোটরসাইকেল যোগে ওমর আরী নামের ওই যুবক সান্তাহার অভিমুখ আসছিল।
তাকে মোটরসাইকেল থামাতে বলা হলে সে পুলিশের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় তার মোটরসাইকেলের গতিরোধ করে থামিয়ে ওই যুবকের শরীর তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ ইঞ্চ লম্বা ফোল্ডিং কাঠের বাটন সংযুক্ত একটি বার্মিজ চাকু ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃত ওমর আলীকে আদালতে পাঠানো হয়েছে।