লালপুরে আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যা।
নাটোরের লালপুরে ওসমান গনি (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি ডাঙ্গাপাড়া এলাকার আখের আলীর ছেলে ও ৫নং ওয়ার্ড আওযামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাইসহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করে। নিহত ওসমান গনি এহত্যা মামলার প্রধান আসামি ছিলেন। পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহত ওসমান গনির বড় ভাই আফসার আলী বলেন, সকালে বাড়ি থেকে গ্রামের দোকানে চা খেতে বের হয় ওসমান। এসময় বাড়ির অদুরে কয়েকজন দুর্বৃত্ত এসে ওসমানকে এলাপাথারি কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে মাটিতে ফেলে রেখে যায়। এতে অতিরিক্ত রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই মারা যায় ওসমান।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ অভিযোগ করেনি। তবে ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।