স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে বাগেরহাট জেলা ছাত্রলীগের অংশগ্রহণ।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে বাগেরহাট জেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে থেকে বিশাল মিছিল সহকারে সমাবেশ স্থলে প্রবেশ করেন।
বৃহৎ এই মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন মনি ও সাধারণ সম্পাদক সরদার আল নাহিয়ান সুলতান ওশান।
ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, বাগেরহাট সদর, কচুয়া, রামপাল, মোংলা, মড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা থেকে প্রায় চার হাজার ছাত্রলীগের নেতাকর্মী এই ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন।
শেখ তন্ময় এম.পি এর নির্দেশে বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস বাগেরহাট থেকে আগত ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঢাকাতে থাকা, খাওয়া সহ যাবতীয় ব্যবস্থা করেন।