মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপে ও বিশ্বকাপ একাদশের দলে দেখতে মানববন্ধন করে তার ভক্তরা।
আজ ২৬ আগস্ট ২০২৩ ইং তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মাহমুদুল্লাহ রিয়াদের ভক্তরা।
তারা বলছে যে, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট দলের খারাপ সময়ে দলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচগুলোতে দলের জয় নিশ্চিত করে হয়েছে দলের নায়ক। দলকে করেছে মানসিক সাপোর্ট ।
তার ভক্তরা যখন দেখছে এই মাহমুদুল্লাহ রিয়াদেরই এখন স্থান হচ্ছে না এশিয়া কাপে ও বিশ্বকাপের একাদশে তখন তারা ক্ষোভ প্রকাশ করেছে।
তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছে যেন অতি দ্রুত মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপে ও বিশ্বকাপ একাদশে দলে অন্তর্ভুক্ত করা হয়।