গোয়ালন্দের পৌর মেয়রের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে সংবাদ সম্মেলন।
রাজবাড়ীর গোয়ালন্দে মিথ্যা সংবাদ প্রকাশ, কুরুচীকর বক্তব্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২:০০ টার সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের আয়োজনে এ সংবাদ সম্মেলন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হুমায়ন কবির পলাশ, পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো: সিদ্দিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক- আবির হোসেন হৃদয় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। তবে এই পেশাকে পুজি করে কেউ কেউ কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। আমার ব্যাপারেও এর ব্যত্যয় ঘটেনি।
সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু শিকদার, যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি কুদ্দুস উল আলম ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা আক্তারুজ্জামান মৃর্ধা তারা গোয়ালন্দ পৌর সভার সাবেক মেয়র শেখ মো: নিজামের বেতন ভুক্ত কর্মচারী। তারা আমার ও আমার পরিবার নিয়ে বিভিন্ন সময় ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য তুলে ধরে এবং মাঝে মধ্যেই মিথ্যা সংবাদ প্রচার করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।